ডেস্ক রিপোর্ট : দৈনিক ভোরের চেতনা নামের পত্রিকার বাগেরহাট প্রতিনিধি এসএম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্বরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর উপজেলার উত্তর হাড়িখালী এলাকায় এঘটনা ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত এসএম হায়াত উদ্দিন বাগেরহাট পৌরসভা বিএনপি’র সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাট সদর উপজেলার উত্তর হাড়িখালি এলাকায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এসএম হায়াত উদ্দিন (৪৫) কে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পূর্ব শত্র“তার জেরধরে এঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।