1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় চিংড়ী চাষ ও চিংড়ীর রোগ নির্ণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সাথে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় নির্যাতনের শিকার গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তালায় সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে, ২৪-এর নির্বাচনে তাদের ভূমিকা কী ছিল ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ইরানে ৬ ইসরায়েলপন্থি সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিতকে সরিয়ে যাকে ওয়ানডে অধিনায়ক করল ভারত মুসলিম ন্যাটো জোট গঠন করতে চায় পাকিস্তান!

শ্যামনগরে হরিনগর বাজার টু কদমতলা সড়কের বেহাল দশা

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা হরিনগর বাজার টু দক্ষিণ কদমতলা সাইক্লোন সেন্টার সড়কটি ‌বেহালদশা। মুন্সিগঞ্জ ইউনিয়ন টি সম্পন্ন নদী ও সুন্দরবন ঘেষাএলাকায় অবস্থিত। এই ইউনিয়নের ‌অনেকগুলো সড়কের বেহাল দশা তারমধ্য হরিনগর বাজার ‌টু দক্ষিণ কদমতলা সাইক্লোন সেন্টার সড়ক মারাত্মক বেহাল দশায় পরিণত হয়েছে। দিনের পর দিন পানি উন্নয়ন বোর্ডের এই ভেরী বাধ টিভাঙতে ভাঙতে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে দেখার কেউ নেই। হরিনগর বাজার টু দক্ষিণ কদমতলা সাইক্লোন সেন্টার সড়কটি দিয়ে যেতে হয় কদমতলা ফরেস্ট অফিসে ও ২৮ নম্বর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তাছাড়া এই পথে রয়েছে কয়েকটি মসজিদ মন্দির মাদ্রাসা প্রতিদিন স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা নাজেহাল হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। এছাড়া প্রতিদিন কদমতলা ফরেস্ট স্টেশন অফিসে শত শত জনজীবীদের পাস পারমিট ও সমাপন করতে যেতে হয় হাটুভাঙ্গা কাদা ‌ ঠেলে। এই পথের মধ্যে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের গুরুদেব রতিকান্ত মন্ডলের ‌বাড়ি সেখানে প্রতিবছর ২০থেকে ২৫ টি সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলার হাজার হাজার মানুষের সমাগম হয়। এই গুরুদেব প্রয়াত রতিকান্ত মন্ডলের বাড়িতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হতে হাজার হাজার ভক্তদের নানান দুর্ভোগ পোহাতে হয় দেখার কেউ নেই। এ ব্যাপারে কথা হয় মুন্সিগঞ্জ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফজলুল হকের সাথে তিনি এই প্রতিবেদককে জানান হরিনগর বাজার টু দক্ষিণ কদমতলা সাইক্লোন সেন্টার সড়কটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। সে কারণে পানি ‌উন্নয়ন বোর্ডের বরাদ্দ থেকে ‌একটি টেকসই মজবুত ভেরি বাদ অতি জরুরী প্রয়োজন। তারপরে রাস্তাটি কার্পেটিং হলে এই এলাকার চার হাজার ‌মানুষের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ঘটবে, ঘটবে এই এলাকার সার্বিক উন্নয়নের মান। তিনি আরো জানান এই সড়কটি দিয়ে প্রতিদিন শতশত চিংড়ি ও কাঁকড়া ঘেরের মাছ কাকড়া বহন হয়ে থাকে, কিন্তু রাস্তার বেহাল দশায় নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষ ঘের মালিক ব্যবসায়ী সকলেই। ২০২২- ২৩ অর্থ বছরে ‌দক্ষিণ কদমতলা সাইক্লোন সেন্টারে দুই পাশে দুই কিলোমিটার রাস্তা পানি উন্নয়ন বোর্ড ৮৪লক্ষ্য টাকা ব্যায় করে সংস্কার করেছেন। সংস্কার রাস্তাটুকু ও আবারো বেহাল ‌দশায় পরিণত হয়েছে বলে ওই ইউপি সদস্য এই প্রতিবেদককে জানান। তিনি আরো বলেন হরিনগর বাজার টু দক্ষিণ কদমতলা সাইক্লোন সেন্টার সড়কটির দূরত্ব প্রায় ৫ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার টেকসই মজবুত ভেরিবাঁধের জন্য নাজেহাল হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ। বিষয়টি নিয়ে কথা হয় শ্যামনগর উপজেলা এলজিডি র উপজেলা প্রকৌশলীর আব্দু‌স সামাদেরসাথে তিনি এই প্রতিবেদককে বলেন হরিনগর বাজার টু দক্ষিণ কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটিএলজিডি আওতাভু‌ক্ত রয়েছে এবং তার আইডি নাম্বার রয়েছে যার নাম্বার ৪৪৬৩‌সে কারণে ২০২২- ২৩ অর্থ বছরে রাস্তাটি সার্ভে করে কার্পেটিং এর জন্য ৪ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি এক নেক মিটিংয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন বলে আমরা খবর নিয়েছি। এদিকে রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের হওয়ায় ‌এই প্রতিবেদকের কথা হয় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ এর সাথে তিনি এই প্রতিবাদেরকে বলেন রাস্তাটি আমরা ডোন ভিডিও সহ টেকসই মজবুত ভেড়িবাদের জন্য নকশা তৈরি করে ‌বরাদ্দ চেয়ে পানি মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছি অতি দ্রুত প্রস্তাবটি অনুমোদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাহী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদ। তিনি আরো বলেন মুন্সিগঞ্জ ইউনিয়নে ২৯ কিলোমিটার পানি উন্নয়ন বোর্ডের ভেরি বাদ ‌রয়েছে তার মধ্যে প্রায় ৫ কিলোমিটার ভেড়িবার খারাপ সেটি হচ্ছে হরিনগর বাজার টু দক্ষিণ কদমতলা সাইক্লোন সেন্টার। তাছাড়া আরো অনেক পয়েন্টে মুন্সিগঞ্জ ইউনিয়নের পানি উন্নয়ন ভোটের ভেরি বাদ ‌খারাপ রয়েছে তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ ‌।তিনি আরো বলেন এই রাস্তাটি ওই এলাকার একটি জনবহুল রাস্তা নামে পরিচিত সে কারণে আমরা আশা করি অতি দ্রুতই বরাদ্দ পেয়ে যাব এবং ওই এলাকার মানুষের একটি টেকসই মজবুত ভেরি বাদ উপহার দিতে পারব। তিনি আরো বলেন এটি যদি মেগা প্রকল্পের আওতায় টেকসই মজবুত ভেরিভাদ হয় তাহলে এই পাঁচ কিলোমিটার রাস্তায় ব্যয় হবে প্রায় ৮০ কোটি টাকার মতো। পানি মন্ত্রণালয় ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল য়ের সূত্রে জানা গেছে এই রাস্তাটি টেকসই মজবুত ভেরি বাদও জরুরী ভিত্তিতে কার্পেটিং এর জন্য সাবেক সংসদ সদস্য এসএম ‌জগলুল হায়দার দুই মন্ত্রণালয় পৃথক পৃথক ডিও লেটার দিয়ে গেছেন বলে খোঁজখবর নিয়ে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট