1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

অভিনেত্রী নিপা মন্ডল (গোলদার) কে নিয়ে নানা চক্রান্ত!থানায় সাধারণ ডায়েরি

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট : খুলনার বটিয়াঘাটার জনপ্রিয় যাত্রাভিনেত্রী নিপা মন্ডল(গোলদার) কে নিয়ে এবার নানারুপ ষড়যন্ত্র শুরু হয়েছে। মূলত যাত্রাভিনয়ে রাতারাতি সুখ্যাতি পাবওয়ার পর থেকে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের শুরু। নিপা বটিয়াঘাটার হোগলবুনিয়ার নিস্কৃতি মন্ডলের মেয়ে।
নিপার পক্ষে দাবি করা হচ্ছে, যাত্রা জগতে অনুপ্রবেশের পর থেকে কূচক্রীদের কূ-নজর পড়ে তার উপর। এরপর থেকেই মূলত তারা তাকে নিয়ে মহল বিশেষ নানারুপ বিভ্রান্তি ছড়াচ্ছে। উদ্ধ্যে তাদের একটাই নিপাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা।
পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত কিংবা যেকোন চক্রান্তের ফাঁদে ফেলে তার বড় ধরনের ক্ষতি করতে পারে এমন আশংঙ্কায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
দাবি করা হচ্ছে, নিপা মন্ডল (গোলদার) বর্তমান সময়ের যাত্রা জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি শিল্পী সংষ্কৃতির মাধ্যমে সাধারণকে বিনোদন দেওয়া ছাড়া কোন ধরনের সমাজ ও সরকার বিরোধী কার্যকলাপে জড়িত নন। মূলত তার এই সুনাম ও সুখ্যাতিতে ঈশ্বার্নিত হয়ে কতিপয় স্বার্থান্বেষীরা তার পথ চলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে নানা অপপ্রচারে লিপ্ত রয়েছেন।
তিনি একটি স্বনামধন্য শিল্পী পরিবারের কৃতি সন্তান। মৃত্যুপূর্ব  এ পেশাকে বুকে ধারণ করে বেঁচে থাকতে চান তিনি।
সর্বশেষ গত ২৩ অক্টোবর তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কমেন্টস বক্সে দেখতে পান পিচ্চি মেয় নামক একটি ফেক আইডি থেকে বাজে কূরুচীপূর্ণ কমেন্ট করছে যা তার পরিবার তথা সামাজিক ভাবে সম্মান ক্ষুন্ন করছে। যার জন্য তিনি বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন যার নাং১২৯৯ তাঃ ২৫/১০/২০২৫ যা তদন্তাধীন রয়েছে।
তিনি বলেন,নিপা গোলদার আমার নিজস্ব আইডি এই আইডি ব্যতীত আমার আর কোন ফেসবুক আইডি নাই সুতরাং এই কুচক্রী মহল যদি আমার নামে অন্য কোন ফেক আইডি দিয়ে আমার নামে কোন বিভ্রান্তি ছড়ায় তার দায়ভার তার নয়।  এব্যাপারে তিনি (নায়িকা গায়িকা, বর্তমান সূর্য তরুণ নাট্য সংস্থা)  তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট