1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বিজেপিসির নারী সাংবাদিকদের তথ্য প্রাপ্তির অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি: বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি) ও কমিউনিটি ফোরামের সহযোগিতায় “নারী  সাংবাদিকদের তথ্য প্রাপ্তির অধিকার বিষয়ক কর্মশালা ” হোটেল এম্বাসেডরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মশালায় নারী ও কিশোরী, সাংবাদিকদের অংশগ্রহণে নারী ও সাংবাদিকদের তথ্য প্রাপ্তির অধিকার বিষয়ক কর্মশালা  বাস্তবায়নে বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় এবং কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড–৩ এর আওতায় দৈনিক প্রবাহ (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

মহিলা অধিদপ্তরের  প্রোগ্রাম অফিসার,সাজিয়া আফরিন সিদ্দিকী। বাংলানিউজ24 ডট কম এর খুলনা বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান মুন্না, খুলনা সিটি কর্পোরেশনর লাইসেন্স অফিসার  খান হাবিবুর রহমান;তথ্য অধিদপ্তরের

সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মণ্ডল;খুলনা ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ মাহমুদা বেগম,

 বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক  ও খুলনা বিভাগীয় প্রধান, গ্লোবাল টেলিভিশন আনিছুর রহমান কবির,দৈনিক জন্মভূমির সিনিয়র ফটোসাংবাদিক দেবব্রত রায়, মোহাম্মদ সিয়াম । এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ধ্রুব, সিডাব্লিউএফ ও সিএমকেএস-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট