
যশোর অফিস : যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামে পুলিশের অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) ভোরে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিণ পাশে ডাক্তার মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামি কাকুলি খাতুন ওরফে সিনথিয়া আক্তারের ঘরে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
আটক ব্যক্তির নাম সোহাগ হোসেন (৩৭)। তিনি যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর মধ্যপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। অভিযানের সময় কাকুলি খাতুন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার এসআই মানিক মিয়া জানান, “আটক সোহাগ হোসেনকে উদ্ধারকৃত হেরোইনসহ থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।”
Like this:
Like Loading...
Related