1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

যশোরে বার্মিজ চাকুসহ সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি : যশোরে সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে বার্মিজ টিপ চাকুসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের উত্তর আরবপুর পাওয়ার হাউজপাড়ার রংধনু গলির একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, ডিবি যশোরের এসআই (নিরস্ত্র) শেখ আবু হাসানের নেতৃত্বে,গোপন সূত্রে খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্সসহ পালবাড়ি মোড়ে অবস্থানকালে জানতে পারেন কয়েকজন উঠতি বয়সের যুবক হাতে চাকু নিয়ে ছিনতাই বা হাঙ্গামা করার প্রস্তুতি নিচ্ছে। পরে উর্দ্ধতন কর্মকর্তাদের অবহিত করে বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়।
আটকরা হচ্ছে, যশোর সদর উপজেলার আরবপুর পারহাউজ পাড়া এলাকার সরোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া ও হামজা হাসান এর ছেলে
মোঃ জাহিদ হোসেন (২৫), শহরের শংকরপুর আশ্রম রোড এলাকার মৃত মুরাদ আলীর ছেলে শুকুর আলী (২৩), ও শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার জিন্নাত সরদারের ছেলে মহন সরদার (২০)।যশোর ডিবি পুলিশ আটক কিশোরদের কাছ থেকে ২টি বার্মিজ টিপ চাকু উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়,তারা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং একে অপরের সঙ্গে যোগসাজশে যশোর শহর ও আশপাশের এলাকায় চাকুর ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, আটক কিশোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট