
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় চাঁদাবাজি ও মাদক বিক্রির অভিযোগে আল আমিন সরদার (৩২) নামের একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। সে পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তোব্বাত সরদারের ছেলে। এলাকায় একাধিক চুরির ঘটনায় লোকজন তাকে মারপিট করলে সে এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে ছিল কয়েক বছর ধরে।
সোমবার বিকেলে দেবহাটা উপজেলার পুষ্পকাটি ইটভাটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, আল আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা ও ভারতীয় নেশাজাতীয় ওষুধ ট্যাপেনটাডল ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন অভিযোগে এলাকায় বিতাড়িত হলেও তিনি পুষ্পকাটিতে আত্মগোপনে ছিলেন।
স্থানীয়দের হাত ধরে আটক হওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, মাদকসহ আটক করার তথ্য পুরোপুরি নিশ্চিত নয়। তবে আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
কর্মকর্তাদের মতে, আল আমিন নিজেকে অনলাইনে বিভিন্ন পোর্টালের সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে জেলাজুড়ে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।