1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

পল্টন হত্যার প্রতিবাদে যশোরে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
যশোর অফিস : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় যশোর দড়াটানা ভৈরব চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সদর উপজেলা ও আশপাশের এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কিত দিন। ওইদিন পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৃশংস হত্যাযজ্ঞ চালায় বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, ওই ঘটনায় মামলা হলেও হত্যাকারীদের বিচার আজও হয়নি। অবিলম্বে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
সমাবেশ শেষে দড়াটানা ভৈরব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চিত্রামোড়, চৌরাস্তা ও আরএন রোড প্রদক্ষিণ করে মনিহার চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের,জেলা সেক্রেটারি গোলাম কুদ্দুস, রেজাউল করিম,মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন, শিক্ষা সম্পাদক আবুল হাসিম রেজা প্রমুখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট