1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

যশোরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের কাশিমপুর মাঠপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
 ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান,এসআই কামাল হোসেন ও এএসআই নির্মল কুমার ঘোষের নেতৃত্বে একটি টিম পাচবাড়িয়া আমতলা মোড় এলাকায় অভিযান চালানোর সময় গোপন সূত্রে খবর পান কাশিমপুর মাঠপাড়ায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় রাত সাড়ে সাতটায় ঘটনাস্থলে পৌঁছে ডিবি পুলিশ তিনজনকে আটক করে।
আটকরা হলেন মোঃ সোহান মোল্লা (২৫), প্রিন্স মাহমুদ (৩৭) ও ইয়াসিন আলী (২৪)। তাদের কাছ থেকে মোট ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে সোহান মোল্লার কাছ থেকে ১০০ পিস, প্রিন্স মাহমুদের কাছ থেকে ৩০ পিস ও ইয়াসিন আলীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া আরো জানান ,গ্রেফতারকৃতরা যশোরের কোতোয়ালি ও বাঘারপাড়া উপজেলার বাসিন্দা। সোমবার (২৮ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট