
যশোর অফিস : যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় সেলিম হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের আমিন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম হোসেন যশোর শহর থেকে মোটরসাইকেলযোগে (রেজিস্ট্রেশনবিহীন আরটিআর পালসার) নিজ বাড়ি মনিরামপুর যাচ্ছিলেন। পথে রাজারহাট এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা সাতক্ষীরা ট–১১–০৬৬৭ নম্বরের একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত সেলিম মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের পাশের এলাকার মুক্তার হোসেনের ছেলে।
Like this:
Like Loading...
Related