1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় মনোনয়ন বঞ্চিত তাসকিন চিশতির সমর্থনে সড়ক অবরোধ

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক পৌর মেয়র ও দলের নিবেদিতপ্রাণ নেতা তাসকআহমেদসিরসির চিশতির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারণ জনতা ও দলীয় নেতাকর্মীরা।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শহরের সংগীতা মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে বের হন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে।

এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা জহুরুল ইসলাম, মো. মাহমুদ, সৈয়দ জাহিদুল বারি, বুলবুল খালেক, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ জুলকার নাঈম, রবিউল ইসলাম, জিয়ার রহমান, কমল মিত্র, রফিকুল ইসলাম, ইয়াসিন আলী, শেখ আব্দুল মুঈন, আশানুল রহমান পল্টু, রেবেকা পারভীন প্রমুখ।

বিক্ষোভে বক্তারা বলেন, তাসকিন আহমেদ চিশতি শুধু দলের নেতা নন, সাতক্ষীরার উন্নয়ন, তৃণমূল সংগঠন শক্তিশালী করা এবং কঠিন সময়ে দলের পাশে দাঁড়িয়ে তিনি জনআস্থা অর্জন করেছেন। অতীতে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি সফলভাবে পৌর মেয়রও নির্বাচিত হয়েছিলেন। এমন জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন নেতাকে মনোনয়ন না দেওয়া জনগণের প্রতি অবিচার বলেও মন্তব্য করেন তারা।

নেতাকর্মীরা অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে সামনে থাকা একজন পরীক্ষিত নেতাকে বাদ দিয়ে অযোগ্যদের মনোনয়ন দেওয়া হলে দল আরও দুর্বল হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিশতির প্রতি অবিচার সংশোধন করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। এই দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট