
যশোর অফিস : যশোরের উন্নয়নের কারিগর, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জীবন ও কর্ম স্মরণে রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোরে অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার বক্তব্যে তরিকুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা, সততা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও যশোরের সার্বিক উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে আদর্শ রাজনীতি ও নৈতিক শিক্ষার পথে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মোঃ সাখাওয়াত হোসেন । এতে যশোর সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রতি বছর এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মননশীলতা, ধর্মীয় চর্চা এবং নৈতিক মূল্যবোধের বিকাশে কাজ করার লক্ষ্য তাদের।
Like this:
Like Loading...
Related