1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

যশোরে রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের উন্নয়নের কারিগর, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের জীবন ও কর্ম স্মরণে রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্রেসক্লাব যশোরে অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার বক্তব্যে তরিকুল ইসলামের রাজনৈতিক প্রজ্ঞা, সততা, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও যশোরের সার্বিক উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে আদর্শ রাজনীতি ও নৈতিক শিক্ষার পথে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মোঃ সাখাওয়াত হোসেন । এতে যশোর সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা রচনা ও কিরাতুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রতি বছর এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে মননশীলতা, ধর্মীয় চর্চা এবং নৈতিক মূল্যবোধের বিকাশে কাজ করার লক্ষ্য তাদের।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট