
যশোর অফিস : যশোর–বেনাপোল ও যশোর–খুলনা মহাসড়কের দুটি স্থানে দুর্বৃত্তরা গাছ ও বালির স্তুপ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। রোববার রাত ১২টার দিকে এসব ঘটনা ঘটে। তবে দ্রুতই হাইওয়ে পুলিশ ও চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন।
পুলিশ জানায়,যশোর সদরের মালঞ্চি এলাকায় দুর্বৃত্তরা একটি কাটা রেন্ট্রি গাছ রাস্তার ওপর ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ও চাঁচড়া ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করেন। হাইওয়ে থানার ওসি মহাসিন হোসেন বলেন, “গাছটি রাস্তার পাশের ছিল না, বাইরে থেকে এনে ফেলা হয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় কোনো সমস্যা হয়নি।”
অন্যদিকে যশোর–খুলনা মহাসড়কের রূপদিয়া এলাকায় রাস্তায় বালির স্তুপ পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে নোয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম বালি ফেলে ব্যারিকেড তৈরির বিষয়টি অস্বীকার করে বলেন, “রাতভর টহল জোরদার ছিল, এমন কোনো ঘটনা নিশ্চিত হয়নি।”
এদিকে যশোর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল রাতেই একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। তিনি দাবি করেন, যশোর–খুলনা মহাসড়কেও বালি ফেলে সড়ক অবরোধের চেষ্টা হয়েছে। তবে পুলিশ এ দাবি নিশ্চিত করতে পারেনি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাতে যশোরে নানা গুজব ছড়িয়ে পড়ে। গুজব ওঠে টার্মিনাল এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে এ ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
Like this:
Like Loading...
Related