1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

এভারকেয়ারের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি এবং নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই হাসপাতালের সামনে সাধারণ দিনের তুলনায় নিরাপত্তা আরও কঠোর দেখা গেছে।
দায়িত্বরত বিজিবি কর্মকর্তা আলতাফ হোসেন জানান, এভারকেয়ার হাসপাতালের সামনে মোট দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে একটি প্লাটুন সরাসরি হাসপাতাল গেটে দায়িত্ব পালন করছে, আরেক প্লাটুন পুরো এলাকা ঘিরে টহল দিচ্ছে। তিনি বলেন, হাসপাতাল এলাকায় সার্বিক শান্তি–শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতেই এই মোতায়েন।
এদিকে হাসপাতালের সামনে অতিরিক্ত নিরাপত্তার এই ব্যবস্থা নতুন হলেও নেতা–কর্মীদের ভিড় নতুন নয়। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে আসছেন খালেদা জিয়ার খোঁজ নিতে। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা থাকা সত্ত্বেও তাঁদের অনেকেই ভিড় না করে থাকতে পারছেন না। ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে অনেকে জানান, কয়েকদিন ধরে তাঁরা খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং তার সুস্থতার খবর পেতে হাসপাতালে আসেন।
এর আগে সোমবার রাতে পুলিশ প্রথমে নিরাপত্তা জোরদার করে। বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে হাসপাতালের সামনে ব্যারিকেড বসানো হয়, যাতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা যায়। আজ সকালেও ব্যারিকেডের সামনে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে স্লোগান না দিলেও উদ্বেগ–উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন।
এদিকে গত মঙ্গলবার খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি ঘোষণা করার পর তার নিরাপত্তা দায়িত্ব নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। দুপুর ২টা ২০ মিনিটের দিকে এসএসএফ সদস্যরা হাসপাতালে প্রবেশ করে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে। ফলে হাসপাতাল এলাকা, আশপাশের রাস্তা এবং প্রবেশপথে বাড়ে সতর্কতা।
হাসপাতাল কর্তৃপক্ষও রোগী, স্বজন ও সাংবাদিকদের চলাচলে অতিরিক্ত নিয়ম–নীতি অনুসরণ করছে। যেকোনো অবস্থায় যাতে পরিস্থিতি অবনিয়ন্ত্রিত না হয়, সে বিষয়ে প্রশাসনও সতর্ক রয়েছে। সব মিলিয়ে এভারকেয়ার হাসপাতালের সামনে এখন এক ধরনের বিশেষ নিরাপত্তা বলয় গড়ে উঠেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট