1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

৩ দফা দাবিতে সরকারকে আলটিমেটাম সাদিক কায়েমের

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, তিন দফা দাবি নিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে এই তিন দফা দাবি দৃশ্যমানভাবে বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠক করে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
তার প্রথম দাবিতে বলা হয়েছে, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সাথে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সবার গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অঙ্গকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। গাফিলতি প্রমাণিত হলে তাদের বিচার করতে হবে। হামলাকে সমর্থন দেওয়া কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে বয়কটেরও আহ্বান জানানো হয়।
দ্বিতীয় দাবিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ‘নিষিদ্ধ লীগের’ বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু, এর সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের কথা বলা হয়েছে। সরকারের অবহেলা আর সহ্য না করার হুঁশিয়ারি দেওয়া হয়।
তৃতীয় দাবিতে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করে ‘খুনি হাসিনা’কে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর করতে বলা হয়। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয়দাতা হিসেবে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং অভিযুক্তদের ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক না করার দাবি উঠেছে।
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, দাবি দৃশ্যমানভাবে বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট