1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে যশোরে ১৮ জন গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’এর অংশ হিসেবে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,অভিযান চলাকালে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে ৩ জন,চৌগাছা থানা থেকে ১ জন, শার্শা থানা থেকে ১জন, কেশবপুর থানা থেকে ১ জন এবং অভয়নগর থানা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া মনিরামপুর থানা এলাকা থেকে সর্বাধিক ৪ জন, বাঘারপাড়া থানা থেকে ২ জন এবং বেনাপোল থানা এলাকা থেকে ১ জনকে আটক করা হয়।
এদিকে ঝিকরগাছা থানা এলাকা থেকে এ অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পৃথক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ৩ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে এক বা একাধিক মামলা রয়েছে। অভিযানের পর গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়,জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট