1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ ভবনসহ সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

সকাল সাড়ে ছয়টায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর পাইকগাছা সরকারি বয়েজ স্কুল মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে মূল কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপজেলার সকল স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, গার্লস গাইডস ও ক্রীড়া সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লের মাধ্যমে শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনা তুলে ধরে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাঙালির দীর্ঘ সংগ্রাম এবং পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও বিজয় আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই বিজয়ের চেতনাকে ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সন্ধ্যায় পাইকগাছা উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে মহান বিজয় দিবসের আনন্দ উদযাপন করা হবে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও এতে অংশগ্রহণ করবেন। দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে পাইকগাছাবাসী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট