
ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর গ্রাম থেকে সেনা ও পুলিশের যৌথ অভিযানে ১৫টি ককটেল ও ২৩০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই গ্রামের এরিন বাদশা (৪০) নামের এক যুবককে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ৩টার দিকে নূরনগর গ্রামের কবরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক এরিন বাদশা নূরনগর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল নূরনগর গ্রামে অভিযান চালায়। অভিযানে এরিন বাদশার বাড়ি থেকে ১৫টি ককটেল ও ২৩০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন এরিন বাদশাকে আটক করে যৌথ বাহিনী।