1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন তালায় অবৈধ হ্যামার মেশিনে তোলা হচ্ছে বালু, ক্ষুব্ধ এলাকাবাসী! সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমান :ফয়েজ আহমদ তৈয়্যব ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু দশমিনায় অর্ধকোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু দশমিনায় কৃষক সংগঠনের নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কনকনে শীত, পাইকগাছা-কয়রায় তাপমাত্রা ১০ ডিগ্রি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : চলমান শৈত্যপ্রবাহে খুলনা বিভাগের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। উপকূলঘেঁষা খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলাসহ ডুমুরিয়া, বটিয়াঘাটা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে, আবার দিনের বিভিন্ন সময়ে তা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আকাশ ঘন মেঘে ঢাকা থাকায় দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না, ফলে শীতের অনুভূতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

ভোর রাত থেকেই ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় পুরো অঞ্চল আচ্ছন্ন হয়ে পড়ছে। সকাল গড়িয়ে দুপুর হলেও অনেক স্থানে আলো-আঁধারি পরিবেশ বিরাজ করছে। এর ফলে সড়ক ও নৌপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মহাসড়ক, গ্রামীণ সড়ক ও নদীপথে চলাচলকারী যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হচ্ছে।

শীতের প্রভাব পড়েছে কর্মজীবন ও শিক্ষাক্ষেত্রেও। অনেক শিক্ষার্থী তীব্র শীতের কারণে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। দিনমজুর, কৃষিশ্রমিক ও জেলেরা ভোরের ঠান্ডা এড়াতে কাজে যেতে দেরি করছেন বা কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এতে করে আয়-রোজগারে টান পড়ছে এবং নিম্নআয়ের মানুষের জীবনযাত্রা আরও কষ্টসাধ্য হয়ে উঠছে।

কৃষি খাতে শৈত্যপ্রবাহের প্রভাব সবচেয়ে উদ্বেগজনক রূপ নিয়েছে। বোরো মৌসুমের শুরুতেই বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশা ও কম তাপমাত্রার কারণে বীজতলার চারা স্বাভাবিকভাবে বেড়ে উঠছে না। অনেক বীজতলায় পাতায় হলদে ভাব দেখা দিয়েছে, আবার কোথাও কোথাও চারা পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকদের আশঙ্কা, তাপমাত্রা যদি আরও কয়েকদিন ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, তাহলে বোরো ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কৃষি বিভাগ থেকে বীজতলা ঢেকে রাখা, হালকা সেচ দেওয়া এবং প্রয়োজনে পলিথিন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দরিদ্র, ছিন্নমূল ও ভাসমান মানুষ। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে অনেককে খোলা আকাশের নিচে কিংবা অস্থায়ী আশ্রয়ে রাত কাটাতে হচ্ছে। হাট-বাজার, বাসস্ট্যান্ড ও রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। শীতের এই সময়ে সমাজের নিম্নআয়ের মানুষদের জন্য জীবন যেন এক কঠিন সংগ্রামে পরিণত হয়েছে।

স্বাস্থ্য খাতেও শীতের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসালয়গুলোতে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করায় শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে। তারা সবাইকে গরম কাপড় ব্যবহার, ঠান্ডা বাতাস এড়িয়ে চলা এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বর্তমানে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় আরও দুই থেকে তিন দিন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। পরিস্থিতি মোকাবিলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার, প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট