1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ব্যাংকার্স ফ্রেন্ডশিপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন তালায় অবৈধ হ্যামার মেশিনে তোলা হচ্ছে বালু, ক্ষুব্ধ এলাকাবাসী! সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের নিকট আমান :ফয়েজ আহমদ তৈয়্যব ফকিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু দশমিনায় অর্ধকোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু দশমিনায় কৃষক সংগঠনের নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রচন্ড শীতে সাতক্ষীরায় খেজুরের রস, গুড় সংগ্রহে ব্যস্ত গাছিরা জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

মোল্লাহাটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত বাগেরহাট–১ আসনের সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মন্ডল বলেন, “বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতি করে। আসন্ন নির্বাচন জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।” তিনি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দলের প্রতিটি ইউনিটকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, “দলের অভ্যন্তরীণ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।” তিনি কেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার করার পাশাপাশি নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার নির্দেশনা দেন।
সঞ্চালকের বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ বলেন, “তৃণমূল পর্যায়ে জনসংযোগ জোরদার করতে হবে। প্রতিটি ভোটারের কাছে দলের বার্তা পৌঁছে দিতে অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি নির্বাচনী কৌশল বাস্তবায়নে সকল ইউনিটের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
সভায় নির্বাচনী কৌশল, ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি, গণসংযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট