1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করছে সরকার

  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : তীব্র শীত নিবারণে দেশের দুস্থ ও অসহায় মানুষের জন্য ২০ লাখ ৪৪ হাজার ৮৯ পিস কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব কম্বল সংগ্রহ ও বিতরণ করা হচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলা ও সব পৌরসভায় এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে।
এর মধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৫ লাখ ৯৩ হাজার ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয় থেকে কম্বল কিনে বিতরণের জন্য দুই ধাপে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রথম ধাপে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় ধাপে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে প্রথম ধাপের অর্থ ও ত্রাণ তহবিলের কম্বল মিলিয়ে ৭ লাখ ৫০ হাজার ৫৮৯টি কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
দ্বিতীয় ধাপের বরাদ্দে আরো ৭ লাখ কম্বল কেনা হয়েছে, যা বর্তমানে বিতরণের কাজ চলছে।
মন্ত্রণালয় জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) সরকারি আর্থিক বিধি-বিধান মেনে যথাযথভাবে এসব কম্বল কিনে দুস্থদের মাঝে বিতরণ করেছেন। এ ছাড়া কম্বল বিতরণ ও কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট