1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব। অভিজ্ঞতা কাজ করতে করতে হয়। তাদের সঠিক পথে চলা নিশ্চিত করলে পারলে এবং তাদের মনোভাব সঠিক থাকলে দায়িত্ব পালনে শতভাগ সফল হবেন। কারো মধ্যে বিচ্যুতি দেখা গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ রিটার্নিং অফিসাররা করে ফেলেছেন। কোথাও কোথাও কেউ কেউ সংক্ষুব্ধ আছেন। আইন অনুযায়ী সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। আপিল আবেদন এখনও জমা হচ্ছে, নির্বাচন কমিশন সেগুলো নিষ্পত্তি করবে।
প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ আগেও ছিলো, এখনও আছে। কেউ সংক্ষুব্ধ হলে এ ধরনের অভিযোগ করতে পারেন। কেউ কেউ সন্তষ্ট নাও হতে পারে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত সঠিক না হলে সে বিষয়ে ইসিতে আপিল করতে পারে।
তিনি আরও বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ইসি ব্যবস্থা নিবে। যদি মাঠ প্রশাসন বা অন্য কোনো পর্যায়ে ত্রুটি থাকে তবে সেটি সমাধানের চেষ্টা করবো। আমরা প্রশাসনে রদবদলের কথা বলছি না। তবে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট