1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

উজিরপুরের শোলকে গার্মেন্টস কর্মীর উপর অমানবিক নির্যাতন

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
আলতাফ হোসেন অনিক, বরিশাল : বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামে এক গার্মেন্টস কর্মী নারী তার স্বামীর বিরুদ্ধে দীর্ঘদিনের অমানবিক নির্যাতন, যৌতুক দাবি ও প্রায় ১৫ লক্ষ টাকা আত্মসাৎয়ের অভিযোগ এনেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী নির্যাতিতা নারীর অভিযোগ সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার উত্তর শোলক গ্রামের ফিরোজ মোল্লার ছেলে মোঃ আরিফ মোল্লা (৩২) এর সঙ্গে মুন্সিগঞ্জ জেলার বাদশা মিয়ার মেয়ে গার্মেন্টস কর্মী সোনিয়া বেগম (২৫)-এর ২০২০ সালে সামাজিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই স্বামী আরিফ মোল্লা বিভিন্ন অজুহাতে তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ।
ভুক্তভোগী সোনিয়া বেগম জানান, সংসারের সুখ ও স্থায়িত্বের আশায় তিনি গার্মেন্টসে কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ স্বামীর হাতে তুলে দেন। বিভিন্ন ভয়ভীতি ও হুমকির মাধ্যমে স্বামী তার কাছ থেকে প্রায় ১০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে। এমনকি তিনি বিদেশে দুবাইয়ে অবস্থানকালে অর্জিত সারা জীবনের সঞ্চয়ও স্বামীর হাতে তুলে দিতে বাধ্য হন।
অভিযোগে আরও বলা হয়, এত কিছুর পরও নির্যাতন থামেনি। পুনরায় স্বামী আরিফ মোল্লা তার কাছে আরও ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। দাবি পূরণে অস্বীকৃতি জানালে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পাশাপাশি ফের স্বামীর বাড়িতে এলে প্রাণে মেরে ফেলা ও লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী নারী বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বিচারের আশায় স্থানীয় মোড়ল ও গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরলেও এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি বলে অভিযোগ করেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের কাছে সোনিয়া বেগম বলেন,
“আমি একটু সুখের আশায় গার্মেন্টসে চাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা আয় করেছি। বিদেশে থেকেও উপার্জন করেছি। আমার রক্তে গড়া সারাজীবনের সঞ্চয়ের প্রায় ১০ লক্ষ টাকা তাকে দিয়েছি। তার বসতঘর না থাকায় নিজের টাকায় ঘর তুলে দিয়েছি। অথচ আজ সেই ঘরেই তার ভয়ে আশ্রয় নিতে পারছি না।”
তিনি আরও অভিযোগ করেন, এক বছর আগে তার স্বামী অন্যের পানের বরজ থেকে পান চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। বিষয়টি মীমাংসার জন্য তিনি ৫০ হাজার টাকা জরিমানা দেন। পরবর্তীতে ২ লক্ষ টাকা দিয়ে অটোগাড়ি কিনে দিলেও স্বামী তা বিক্রি করে মাদক সেবনে ব্যয় করেন। এছাড়া তার বোনের কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে আরও ৩ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে।
চিকিৎসার নামেও স্বামী লক্ষাধিক টাকা নিয়েছেন বলে দাবি করেন ভুক্তভোগী। তার ভাষ্যমতে, আরিফ মোল্লা এলাকায় চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এমনকি তার শ্বশুর ফিরোজ মোল্লা ও দেবর এনামুল মোল্লাও তাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত আরিফ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান,
“এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে নির্যাতিতা অসহায় নারী দ্রুত অভিযুক্ত মাদকাসক্ত ও যৌতুকলোভী স্বামীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সুরক্ষা কামনা করেছেন তিনি।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট