
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বরিশালের উজিরপুর পৌরসভার ২নং ও ৩নং ওয়ার্ডে দলের চেয়ারপারসন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উজিরপুর পৌরসভার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা এস. সরফুদ্দিন আহমেদ সান্টু।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বক্তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলকে দোয়া করার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ও মোঃ বাবুল খলিফা, উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম নিপু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নয়ন হাওলাদার।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব হাফিজুর রহমান প্রিন্স, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, ২নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ছবুর হাওলাদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Like this:
Like Loading...
Related