সাতক্ষীরা প্রতিনিধি : চলতি আমন মৌসুমে সাতক্ষীরাসহকৃষকের দাবিÑদ্রুত সরবরাহ নিশ্চিতের দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে মিশ্র সারের তীব্র সংকট। এ কারণে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা।
কৃষকদের দাবি, বাজারে রাসায়নিক সারের তুলনায় মিশ্র সার ব্যবহার করলে খরচ কম হয় এবং ফলনও বেশি মেলে। এতে সারের উপাদান নির্দিষ্ট অনুপাতে মেশানো থাকায় জমিতে ভারসাম্যপূর্ণ পুষ্টি সরবরাহ নিশ্চিত হয়।
সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে বীজতলা থেকে শুরু করে মূল জমি পর্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয় বেঙ্গল এনপিকেএস ব্র্যান্ডের মিশ্র সার। তবে কয়েকদিন ধরে বাজারে এই সার না থাকায় কৃষকরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। ডে নাইট কলেজ মোড় এলাকার কয়েকটি দোকানে সীমিত পরিমাণে বিক্রি হলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল।
স্থানীয় কৃষক নুরুল ইসলাম বলেন, “বিকল্প সার ব্যবহার করলে খরচ বেড়ে যায়, ফলনও কমে। এখন বাজারে মিশ্র সার না পেয়ে আমরা বিপাকে পড়েছি।”
ডিলাররা জানিয়েছেন, কোম্পানির কাছে পর্যাপ্ত কাঁচামাল না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে। কোম্পানির এক কর্মকর্তা বলেন, “সরকারি বরাদ্দ চাহিদার তুলনায় অনেক কম। বোরো মৌসুমেই বরাদ্দ শেষ হয়ে যায়, তাই আউশ ও আমনে সংকট দেখা দেয়।”
এদিকে কৃষকদের আশঙ্কা, নির্ধারিত সময়ে সার প্রয়োগ না করতে পারলে ফলন মারাত্মকভাবে কমে যাবে। এতে শুধু কৃষকের ক্ষতি নয়, জাতীয় খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। তারা দ্রুত বাজারে পর্যাপ্ত মিশ্র সার সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।