সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় বাসায় পানির লাইনের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম গাজী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার বেলা ২টার দিকে সাতক্ষীরা শহরের বকচরা গ্রামে এঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মনিরুল ইসলাম গাজী সাতক্ষীরার শহররের বকচরা গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের পর মনিরুল ইসলাম গাজী বকচরা গ্রামে নিজের বাড়িতে পানির লাইনের মটর মেরামত করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতাবশত মটরের বিদ্যুৎ সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎস্যক মৃত ঘোষনা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎস্যক ডাঃ আক্তার মারুফ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার সদও থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।