1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

সাতক্ষীরা ‌উপকূল রক্ষা বাঁধে অবৈধ পাইপ, সাঁড়াশি অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তিন দিক ঘিরে থাকা উপকূল রক্ষা বাঁধে অবৈধভাবে বসানো পাইপ অপসারণে অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড
বাঁধ ছিদ্র করে বসানো এসব পাইপ দীর্ঘদিন ধরে বেড়িবাঁধকে দুর্বল করে দিচ্ছিল, ফলে জোয়ার বা জলোচ্ছ্বাসের চাপ সামলানোর ক্ষমতা কমে যাচ্ছিল।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া ‌সাঁড়াশি অভিযানে শ্যামনগরের আটুলিয়া পদ্ম পুকুর গাবুরা মুন্সিগঞ্জ রমজান নগর কৈখালী কাশিমাড়ীও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে একাধিক পাইপ অপসারণ করা হয়। এতে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয়রা। এছাড়া সাতক্ষীরা জেলার আশাশুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন অবৈধভাবে বসানো পাইপ ও বক্স কালভার্ট উচ্ছেদের কাজ চলমান রেখেছেন পানি উন্নয়ন বোর্ড যার কারণে উপকূলে চিংড়ি ও কাঁকড়া খেলে লবণ পানি উত্তোলন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আগামী মৌশুমে চিংড়ি ও কাঁকড়া চাষ করার কোন সুযোগ থাকলো না সে কারণে চিংড়ি ও কাঁকড়া চাষিরা লবণ পানি শাওন শীল ধান চাষ ও সবজি চাষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এব্যাপারে বুড়ি গোয়ালিনী ‌ইউনিয়নের কাকড়া চাষী দ্বিজেন্দ্রনাথ মন্ডল এই প্রতিবেদককে বলেন লবণ পানি উত্তোলন করতে না পারায় ঘেরের কাঁকড়া সব মারা যাওয়ার পথে সে কারণে আগামী মৌসুমে লবণ পানি শাওনশীল ধান চাষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (শ্যামনগর পওর উপ-বিভাগ) মো. ইমরান সরদার, উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও পাউবোর কর্মচারীরা।
পাউবো কর্তৃপক্ষ জানায়, এসব পাইপ দিয়ে নদী থেকে মৎস্য ঘেরে লবণ পানি তোলা হতো। পূর্বে এমন পাইপ লিকেজ হয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার ঘটনাও ঘটেছে। তাই বর্তমান সরকার বেড়িবাঁধে স্থাপিত সব অবৈধ পাইপ অপসারণের উদ্যোগ নিয়েছে।
উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইমরান সর্দার বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় এবং প্রশাসনের সহযোগিতায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে সব অবৈধ পাইপ তুলে ফেলা হবে। তিনি এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।
এদিকে এ ব্যাপারে এই প্রতিবেদকের কথা হয় সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী সালাহউদ্দিন আহমেদের সাথে তিনি এই প্রতিবেদককে বলেন সরকারের নির্দেশনা মোতাবে ক অবৈধ বক্স কালভার্ট উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে কোন প্রকারে একটি পাইপ কালভার্ট থাকবে না। চিংড়ি ঘর ও কাকড়া ঘের মালিকদের এর আগে বারবার নোটিশ দেওয়া হয়েছে অবৈধ পাইপ কালভার্ট বন্ধ করার জন্য কিন্তু তারা সেগুলো কার্যকার না করায় আমরা সরকারিভাবে এখন উচ্চতা অভিযান চালিয়ে এই অবৈধ কালভার্ট পাইপ উচ্ছেদ করছি। তিনি আরো বলেন তাছাড়া উপকূলীয় অঞ্চলের সকল পানি ‌উন্নয়ন বোর্ডের রাস্তা টেকসই মজবুত ভেরি বাদ করার জন্য ডন ভিডিও করে মন্ত্রণালয় অনুমোদন ও বরাদ্দ আছে প্রস্তাব পাঠানো হয়েছে যে কোন সময় উপকূলীয় অঞ্চলের এই প্রকল্প অনুমোদন হলে টেকসই মজবুত ভেড়িবাদের কাজ শুরু করা হবে। তিনি আরো বলেন শ্যামনগর উপজেলর গাবুরা ইউনিয়নে যেভাবে মেগা প্রকল্প করা হচ্ছে ঠিক এইভাবে উপকূলীয় উন্নয়ন বোর্ডের সকল ভেড়ি বাদ করার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে পর্যায়ক্রমে সব ভেরি বাদ টেকশই ‌মজবুত ও মেগা প্রকল্পের মত প্রকল্প করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট