1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:২০ অপরাহ্ন

সাতক্ষীরায় খিরা চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা

  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: অতিবৃষ্টি আর ন্যায্যমূল্যের অভাবে চরম বিপাকে পড়েছেন সাতক্ষীরার তালা উপজেলার খিরাই চাষিরা। ভালো ফলন হলেও বাজারে দাম নেই, তার ওপর দফায় দফায় বৃষ্টিতে ফসলের ক্ষতি বেড়েছে। ব্যয় মেটাতে না পেরে হতাশ কৃষকরা এখন সরকারের সহযোগিতা এবং ন্যায্য বাজার ব্যবস্থার দিকে তাকিয়ে আছেন।
সরেজমিনে দেখা যায়, তালা উপজেলার ভায়ড়া গ্রামের খিরাই চাষি মোস্তফা বিশ্বাস ৩০ হাজার টাকা হাড়ি (লিজ) দিয়ে ২৫ কাটা জমিতে জাপানি ‘সেভেন স্টার’ জাতের বীজ ব্যবহার করে খিরাই চাষ করেছেন। প্রায় এক মাস ধরে গাছে খিরাই ধরছে। কিন্তু এ পর্যন্ত তিনি মাত্র ৩ হাজার টাকার খিরাই বিক্রি করতে পেরেছেন। অথচ সার, বীজ, সেচ ও অন্যান্য বাবদ খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। ইতিমধ্যে খিরাই গাছও ধীরে ধীরে মরে যেতে শুরু করেছে।
মোস্তফা বিশ্বাস বলেন, ফলন ভালো হলেও অতিবৃষ্টিতে ফলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ওপর বাজারে দাম খুব কম। প্রায় এক লাখ টাকা খরচের পরেও লাভের কোনো আশা দেখছি না।
তিনি আরও জানান, সঠিক সার ব্যবহার, উন্নত জাতের বীজ ও অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলন ভালো হয়েছে। কিন্তু বাজারদর আশানুরূপ না হওয়ায় কৃষকদের মুখে হাসি নেই।
জানা গেছে, তালা উপজেলার অনেক কৃষকই একই সমস্যার মুখে পড়েছেন। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পেয়ে লোকসানে পড়তে হচ্ছে তাদের। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ও বাজার মনিটরিংয়ের অভাবে কৃষকরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন।
চাষিদের মতে, উপজেলা কৃষি দপ্তর মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও পরামর্শ প্রদান করলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, আমরা কৃষকদের পাশে আছি। মাঠপর্যায়ে কাজ করছি, পরামর্শ দিচ্ছি। আবহাওয়ার কারণে কিছু সমস্যা হচ্ছে ঠিকই, তবে বাজার পরিস্থিতিও নজরদারিতে রাখা হচ্ছে।
সকাল হতে না হতেই খিরা তুলছে চাষীরা এই কাজে শুধু মাত্র পুরুষ সদস্যরা নয় মাহিলারাও খিরা তুলতে অতি ব্যস্তসময় অতিক্রম করছে। দুই এক ঘন্টার মধ্যে খিরার স্তুপ,কেউ ড্রামের পানি দিয়ে খিরা ধৌত করে পরিস্কার করছে আবার কেউবা বস্তাভর্তি করার কাজে থাকছে, আবার ক্ষেতে আসা পাইকারদের ওজন করার সময় পার করছে। কোন কোন ক্ষেত্রে কৃষক ক্ষেত থেকে পাইকারদের কাছে বিক্রি না করে সরাসরি বাজার জাতকরনে ব্যস্তসময় পার করছে। এইদৃশ্য সাতক্ষীরার বিভিন্ন খিরা ক্ষেত ও তৎসংলগ্ন এলাকার। একদা সাতক্ষীরায় খিরা চাষহতো না, যশোর, খুলনা, কুষ্টিয়ার উৎপাদিত খিরা সাতক্ষীরার চাহিদা মেটালেও সময়েল ব্যবধানে এবং বাস্তবতার নিরিখে সাতক্ষীরায় ব্যঅপক ভিত্তিক খিরা চাষ হচ্ছে। বলা যায় এই জেলায় খিরার বাম্পার ফলন সাম্প্রতিক বছর গুলোতে খিরা চাষে চাষীদেরকে উদ্বুদ্ধ করছে। সাতক্ষীরায় বিপুল পরিমান খিরা উৎপাদন হচ্ছে এবং জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ অন্যঅন্য জেলার চাহিদা পুরন করছে। অত্যন্ত লাভজনক চাষ হওয়ায় কৃষকদের খিরা চাষে দিনে দিনে আগ্রহের ক্ষেত্র বিস্তৃত করে চলেছে। জেলার পাটকেলঘাটা, কলারোয়া দেবহাটার কামটা, মাটি কোমরা, কালিগঞ্জের বেলেডাঙ্গা খিরা চাষের বিপ্লব ঘটেছে। বছরে দুই থেকে তিনবার একই জমিতে খিরা চাষ সম্ভব। বীজ বপনের চল্লিশ দিনের মধ্যে খিরা বিক্রি বা বাজারজাত করা সম্ভব বলে জানান চাষীরা। এক বিঘা জমিতে খিরা চাষে অন্তত ষাট/সত্তর হাজার টাকা লাভ করা সম্ভব এমনটি জানান কৃষকরা,খিরা চাষের পরিচর্যায় সময় ক্ষেপন হলেও ব্যয় বহুল চাষ নয়। কামটা এলাকার কৃষক একরামুল কবির জানান প্রথমে জমিতে চাষ দিয়ে আড়াই হাত অন্তর বীজতলা তৈরী পরবর্তি মিশ্র সার প্রয়োগ করার পর সপ্তাহ ব্যবধানে বীজ তলায় পাঁচ/সাতটা বীজ রোপন করার পর খিরা গাছ জন্মালে আবরও মিশ্র সার প্রয়োগ ঘটাতেহয়। এরপর চারফুট উচ্চতায় বাঁশ ও সুতার জাল দিয়ে মাচা তৈরী এবং উক্তমাচাৎয় খিরা গাছ তরতরকরে উঠে। পর্যায়ক্রমে খিরা গাছ ফুল ও ফল আসে ত্রিশ দিনের পর থেকে বাজার জাতকরনের উপযুক্ত হয় পয়তাল্লিশ দিন পর থেকে বেশী বেশী ফল আসা শুরু করে। খিরর অর্থনৈতিক মূল্য বৃদ্ধি পেয়েছে। কৃষকরা জানান বর্তমানে বাজারে কেজি প্রতি ত্রিশ/পয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে খেরা। মৌসুমের শুরুতে কেজি প্রতিখিরাই এরমুল্য ছিল সত্তরথেকে আশি টাকায়। শেষ হওয়া রোজার মাসে খিরাই কেজি প্রতি একশত টাকার উর্ধে বিক্রি হয়েছে। বর্তমান সময়ে উন্নত বীজ,সার এবং আধুনিক পদ্ধতির চাষাবাদের কল্যানে খিরাই উৎপাদন ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বিলান জমির পাশাপাশি সাতক্ষীরার হাজার হাজার চিংড়ী ঘেরের ভেড়িবাঁধে খিরা চাষহচ্ছে, ঘের ব্যবসায়ীরা চিংড়ী চাষের পাশাপাশি খিরা চাষেও লাভবান হচ্ছে। খিরা চাষের কারনে বহু সংখ্যক মানুষ অর্থনৈতিক ভাবে স্বচ্ছলতার মুখ দেখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট