সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক, মাদক ও তিনটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) সদস্যরা ভোমরা স্থলবন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করে।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের (পিবিজিএম, পিএসসি, জি) দিকনির্দেশনায় ভোমরা বিওপির আওতাধীন এলাকায় অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতীয় খৈল বোঝাই একটি ট্রাকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় তৈরি উন্নতমানের শাড়ি, থ্রি-পিস, ব্লাউজ এবং ফেনসিডিল লুকিয়ে বাংলাদেশে আনা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী বিজিবির চৌকস একটি দল ভোমরা স্থলবন্দরের ১ নম্বর গেটের কাছে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে ভারতীয় ট্রাক (নম্বর WB-57D-6151) চালক লিটন মিয়া ও সহকারী সাগর মিয়া খৈল বোঝাই অবস্থায় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। তবে বিজিবির নির্দেশনা অমান্য করে তারা গাড়িটি দ্রুত কাস্টমস পার্কিং এলাকায় নিয়ে যান।
বিজিবির দল অনুসরণ করে ঘটনাস্থলে গিয়ে দেখে, কাস্টমস গেট বন্ধ অবস্থায় ভারতীয় ট্রাক থেকে মালামাল দু’টি বাংলাদেশি ট্রাকে আনলোড করা হচ্ছে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চালক, সহকারী ও শ্রমিকরা পালিয়ে যায়
পরে তল্লাশিতে উদ্ধার করা হয় ২০ হাজার কেজি ভারতীয় খৈল, ২ হাজার ৪৮৯ পিস অতি উন্নতমানের শাড়ি, ২ হাজার ১০০ পিস উন্নতমানের শাড়ি, ৩৫৮ পিস অতি উন্নতমানের থ্রি-পিস, ১৫০ পিস উন্নতমানের থ্রি-পিস, ২০৫ পিস ব্লাউজ, ১৫০ বোতল ফেনসিডিল, একটি ভারতীয় ট্রাক ও দু’টি বাংলাদেশি ট্রাক।
জব্দ করা পণ্য ও যানবাহনের মোট মূল্য আনুমানিক ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা সব মালামাল, মাদকদ্রব্য ও ট্রাক আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। দেশীয় শিল্প সুরক্ষা ও রাজস্ব রক্ষায় বিজিবি ভবিষ্যতেও একইভাবে কাজ করবে।