সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার মধ্যে কলারোয়া উপজেলা কুল চাষের ব্যাপক পরিচিতি লাভ করেছে। আর এখানকার কুল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে। এখানকার মাটি ভালো তাই কুলগুলো খেতে খুব সুস্বাদু।
সাতক্ষীরা জেলার মধ্যে কলারোয়া উপজেলা কুল চাষের ব্যাপক পরিচিতি লাভ করেছে। আর এখানকার কুল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে। এখানকার মাটি ভালো তাই কুলগুলো খেতে খুব সুস্বাদু। এই কুল চাষ করে এলাকার চাষীরা আথনৈতিক ভাবে সাবলম্বী। যার কারণে চাষীরা অন্য ফসলের চেয়ে কুল চাষে ঝুঁকে পড়েছে।কুল বিক্রি করে তারা লাভবান হচ্ছে। তাই চাষীরা ধানের জমিতে কুল চাষ করছে। না
কলারোয়ার কুল চাষীরা তাদের গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। প্রথমে গাছের ডাল ছাঁটাই এবং ক্ষেতের আগাছা পরিষ্কার করে। পরে গাছের গুড়ায় সার ও কীটনাশক ব্যবহার করে গাছ সতেজ পরিপুষ্ট করে তোলে। চাষীরা দীর্ঘ ৬ মাস ধরে তাদের ফসলের পরিচর্যা করে যাবে। তারপর গাছ গুলো যখন ফুলে ফুলে ভরে উঠবে তখন আর কোন কীটনাশক ব্যবহার করবে না।কুল একটু বড় হলেই আবার পরিচর্যা শুরু করবে চাষীরা।এ সময় তারা গাছে বালাইনাশক ব্যবহার করবে। আস্তে আস্তে কুলের বৃদ্ধি ও পরিপুষ্ট আকার ধারণ করলে তখন সে গুলো বাজারজাত করার প্রস্তুতি নিবে।
কলারোয়া উপজেলায় বেশ কয়েকটি কুলের বাজার রয়েছে। এর মধ্যে সিংগারমোড় ও বেলতলা বাজার সবচেয়ে প্রসিদ্ধ। মৌসুমে এই দুইটি বাজার থেকে প্রতিদিন শতশত কার্টুন ভর্তি কুল পিকআপ ও ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। তা থেকে চাষীরা তাদের কষ্টে অর্জিত অর্থ ঘরে তোলে। এভাবে প্রতি মৌসুমে কুল বেচাকেনা হয়।এতে করে এলাকার চাষীরা আথনৈতিক ভাবে সাবলম্বী হয়ে উঠেছে।