
বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা উপজেলার প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের নবম শ্রেণীর শিক্ষার্থী তুলি মল্লিক সারা বাংলাদেশের মধ্যে এক অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি ২০২৫”-এর খ শাখায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে সে।
দরিদ্র পরিবারের মেধাবী এই কন্যা শিক্ষার্থী তুলি দুই ভাইবোনের মধ্যে সবার ছোট। তার পিতা একজন সাধারণ মাছ বিক্রেতা—দৈনন্দিন জীবনের নানা প্রতিবন্ধকতার মধ্যেও মেয়ের প্রতিভা বিকাশে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। প্রতিকূলতার মাঝেও তুলির এই অর্জন তার পরিবার, বিদ্যালয় এবং এলাকাবাসীর জন্য বিরাট গৌরবের।
তুলির এই সাফল্যে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা জানান, তুলির এই অর্জন বটিয়াঘাটার শিক্ষাঙ্গনে নতুন দিশা দেখাবে এবং অন্যান্য শিক্ষার্থীদেরও উৎসাহিত করবে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, তুলি মনোযোগী, পরিশ্রমী এবং অত্যন্ত মেধাবী ছাত্রী। তার সাফল্যে স্কুলজুড়ে আনন্দের জোয়ার বইছে।তুলির পরিবার জানায়, সুযোগ ও সহায়তা পেলে ভবিষ্যতে সে আরো বড় কিছু অর্জন করতে পারবে। তার স্বপ্ন দেশের একজন দক্ষ নাগরিক হয়ে সমাজে অবদান রাখা।
তুলির এই অর্জন প্রমাণ করে—পরিশ্রম, প্রতিভা এবং দৃঢ় মনোবল থাকলে দারিদ্র্য কখনোই স্বপ্নকে থামাতে পারে না।