
ডেস্ক রিপোর্ট : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়।
এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি ৫ দশমিক ৭ মাত্রার।
এদিকে, ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।
রাজধানীর বংশালে ভূমিকম্পে রেলিং ধসে পড়ে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।