1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

খুলনায় আদালত পাড়ায় জোড়া খুন, জখম ১

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মহানগর দায়রা জজ আদালতের সামনের সড়কে দিনে-দুপুরে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে দুই জনকে হত্যা করেছে। একজন পথচারীকেও তারা জখম করেছে। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হচ্ছেন, খুলনা সদর থানার নতুন বাজার লঞ্চঘাট এলাকার মান্নাফের ছেলে হাসিব হাওলাদার (৪৫) এবং বাগমারা এলাকার বাসিন্দা এজাজ শেখের ছেলে মোঃ ফজলে রাব্বি রাজন (৩৮)। তারা সোনাডাঙ্গা থানায় গত ৩১ মার্চ অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি। ওই মামলায় হাজিরা দিতে তারা আদালতে এসেছিলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ছয়টি করে মামলা রয়েছে। তারা শহরের সন্ত্রাসী ও মাদক কারবারী পলাশ বাহিনির সদস্য বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, জখম হওয়া পথচারী রুম্মান (৩০) লবনচরা থানার পুটিমারি এলাকার আক্তাার গাজীর ছেলে। তিনি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ২ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করেছে।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, হাসিব এবং রাজন আদালতে হাজিরা শেষে রাস্তার পাশের একটি চায়ের দোকানের সামনে দাড়িয়েছিলেন। তখন ৪/৫ জন অস্ত্রধারী পায়ে হেটে এসেই তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তারা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ধাঁরালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, নিহত দুই জনের সাথে আততায়ীরা রুম্মান নামের ওই পথচারীকেও কুপিয়ে জখম করে। তাকে ঘটনাস্থলের আশ-পাশের কেউ পুলিশ পৌছাবার আগে হাসপাতালে নিয়ে যায়। আহত রুম্মানের ব্যাপারে তাৎক্ষনিকভাবে থানা পুলিশ অবহিত ছিলেন না। যদিও কেএমপি’র বিশেষ শাখার এক কর্মকর্তা তার আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কয়েক রাউণ্ড পিস্তলের গুলির খোসা ও এক রাউণ্ড তাজা গুলি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের অপেক্ষায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট