
তালা প্রতিনিধি : তালায় ফুটফুটে শিশু সন্তানের পিতা হতদরিদ্র মজনু মোড়ল (২৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রায় ৫ লক্ষ টাকা যোগাড় হলেই মজনু মোড়লের চিকিৎসা পুরোপুরি শুরু হবে। সকলের সহযোগিতায় বিনিময়ে বেঁচে যেতে পারে মজনু। কিন্তু বহু চেষ্টা করেও এই অর্থ যোগাড় করতে পারছেনা মজনুর পরিবার। যে কারনে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মজনু মোড়ল দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। মজনু মোড়ল তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আহম্মদ আলী মোড়লের ছেলে। হাজরাকাটি বাজারের সবজি ব্যবসায়ী হতভাগ্য পিতা আহম্মদ আলী মোড়ল বলেন, তার ছেলে মজনু মোড়ল হাজরাকাটি বাজারে চায়ের দোকান চালিয়ে সংসার চালান। স্ত্রীসহ একটি ফুটফুটে শিশু সন্তান রয়েছে মজনুর। চায়ের দোকান চালিয়ে তাদের সংসার মোটামুটি ভাবে চলে আসছিল। কিন্তু বিগত কয়েক মাস ধরে মজনু অসুস্থ হতে থাকে। এজন্য বিভিন্ন স্থানে ডাক্তার দেখানোর পর একপর্যায়ে গত ১ মাস আগে তার পায়ুপথে ক্যান্সার ধরা পড়ে। তখন থেকে বাড়ির গরু-ছাগলসহ যা কিছু সম্পদ ছিল সবকিছু মিলিয়ে ২লাখ টাকা মতো বিক্রি করে মজনুকে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে ডা. আব্দুস সালামের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হচ্ছে। ডাক্তার বলেছেন, মজনু মোড়লকে কেমোসহ অন্যান্য চিকিৎসা করিয়ে সুস্থ করতে হলে এখনও প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এই টাকা তাঁর পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না। এ জন্য সন্তানকে বাঁচানোর জন্য হতভাগ্য দরিদ্র পিতা আহম্মদ আলী মোড়ল সমাজের দানশীল মানুষদের নিকট সহযোগিতা কামনা করেছেন। মজনু মোড়লকে সাহায্য করার জন্য ০১৯৯৬৩৯৩৪৮৫ (নগদ একাউন্ট) যোগাযোগ করার জন্য পিতা আহম্মদ আলী সকলের নিকট আবেদন করেছেন।